আমরা শত কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার স্বপ্ন দেখছি: শায়েখ আহমাদুল্লাহ

(ছবি সংগৃহিত)

দশ কেজির প্যাকেজে ২০ হাজার প্যাকেট শুকনো খাবারের পাশাপাশি ৫০ হাজার পরিবারের জন্য চাল-ডাল-তেল ইত্যাদি বিতরণের পরিকল্পনা ছিল আমাদের।
সেই লক্ষ্যমাত্রা বর্ধিত করে আমরা ১ লাখে উন্নীত করেছি।


পানি কমে গেলে ৫০ হাজার পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণের পরিকল্পনা ছিল। সেটা বেড়ে ৭০ হাজারে উন্নীত হয়েছে।

এছাড়া বন্যায় গৃহহারা ৫ হাজার পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প যথারীতি থাকছেই ইনশাআল্লাহ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষককে সুদি কিংবা সুদমুক্ত ঋণের পরিবর্তে সম্পূর্ণ নগদ অর্থ সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই সাথে বন্যায় মৃত্যু বরণকারী অসহায় পরিবারের উপার্জনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগও আমরা হাতে নেব ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদেরকে পরিকল্পনা বাস্তবায়নের তাওফীক দান করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for being with us.

নবীনতর পূর্বতন